image

টাঙ্গাইলে সংঘ‌র্ষ থামাতে গিয়ে হামলার শিকার এসআই, ১৬ জন আটক

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপু‌রে সাইফুল ইসলাম না‌মে এক পু‌লিশ কর্মকর্তার মাথা ফাটানোয় নারী-পুরুষসহ ১৬ জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (২০ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার হা‌দিরা ইউনিয়‌নের পল‌শিয়া গ্রা‌ম থে‌কে তা‌দের আটক করা হয়।

এর আগে শুক্রবা‌র (১৯ এপ্রিল) দুপু‌রে ওই গ্রা‌মে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে জোর করে ধান কে‌টে নেওয়ার অভিযোগ পেয়ে গোপালপুর থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সেখা‌নে যান। এ সময় ধান কাটা বন্ধ করা নিয়ে দুইপ‌ক্ষের চলমান সংঘ‌র্ষে পু‌লি‌শের ওপর হামলা হয়। এতে পু‌লিশ কর্মকর্তা সাইফুলসহ চারজন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডলের লোকজন একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটতে শুরু করে। প‌রে সানু মিয়া জরুরি সেবা ৯৯৯ নম্ব‌রে ফোন দিলে গোপালপুর থানার এসআই সাইফুল ইসলাম কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নি‌য়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। এছাড়া সানু মিয়ার দুইজন আহত হন। আহতদের গোপালপুর হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবাসিক চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বলেন, পু‌লিশ কর্মকর্তা সাইফুল ইসলামের মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার জেলহাজতে পাঠানো হয়। বা‌কি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

» গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

» রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২

» দিনভর ভোগান্তি: সরকারের আশ্বাসে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সম্প্রতি