বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবন দুর্বিষহ

রোববার, ২১ এপ্রিল ২০২৪
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তাপদাহ বেড়েই চলছে। প্রতিদিনই আগের দিনের চেয়ে তাপামাত্রা বাড়ছে। রবিবার বগুড়াূয় এ মৌসুমের সবোর্চ্চ তাপামাত্রা ছিলো ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। তাপামাত্রা বাড়ার সঙ্গে কমছে বাতাসের আদ্রতা। তাপামাত্রা বেড়ে চলায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।

দুপুর নামার আগেই সুর্য্য যেন নেমে আসছে মাথার ওপর। দিন থেকে রাত কোন সময়ই স্বস্তি নেই। দিনে প্রখর খরতাপ চারদিকে গরম হাওয়া ছড়িয়ে দিয়ে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এক টুকরো ছায়ার খোঁজে ছুটছে পথচারীরা। কোথাও প্রচন্ড তাপদাহ থেকে রেহাই নেয়। ঘরে বাইরে সবখানেই তাপদাহের দুর্ভোগ। সকাল থেকে দুপুর গড়ার আগেই প্রখর তাপে পথচারীদের অসহায় অবস্থায় পড়তে হচ্ছে।

প্রকৃতির এই ভয়ঙ্কর দুর্ভোগের পরও পথচলা থেমে নেই। বেলা গড়ার সঙ্গে সঙ্গে তাপ চড়িয়ে বাড়ছে। দুঃসহ কস্ট থাকছে সঙ্গী হয়ে।

বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে বরিবার বগুড়ায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে কমেছে বাতাসে আদ্রতা। আগের দিন সর্বোচ্চ তপামাত্রা ছিলো ৩৭ দশমিক ৮ ড্রিগী সেলসিয়াস। আর রবিবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রাতার পরিমান ছিলো শতকরা ২৬ ভাগ। এর আগে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৬ এপ্রিল ৩৮ দশমিক ৬। ওই তারিখে আদ্রতা ছিলো শতকরা ৩৫ ভাগ। তারপর এক দিন কম থাকার পর থেকে প্রতিদিনই বগুড়ায় বাড়ছে তাপমাত্রা।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি