সংবাদ প্রতিনিধি হারাধন পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড

সোমবার, ২০ মে ২০২৪
প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদানের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্রদেকে সার্ক কালচারাল ফোরাম এর পক্ষ হতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত হারাধন চন্দ্র দে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার প্রতিনিধি।

১৭ মে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার বিজয়নগর অরনেট (থ্রি স্টার) হোটেলে আলোচনা সভা ও মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

সার্ক কালচারাল ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী উজ জামান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি