চট্টগ্রামে প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।
নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে গত রোববার স্বর্ণ ছিনিয়ে নেয় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আটক করেছেন উপস্থিত জনতা।
আটক করার পর পুলিশে দেওয়া হয়। একই সময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়। বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার মো. মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের খুলশী থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
তবে মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত ওসি নেয়ামত উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম