ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের ১৪ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের পরিষদ পাড়ার লিচু বাগানের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী।
স্বজনরা জানান, জায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লাখ টাকা চুরির অপরাধে মারধর ও নির্যাতন করেন একই পাড়ার আমজাদ নামে এক ব্যক্তি।
নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রয়েছে। তখন আমজাদের লোকজন নিহত জায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায় এবং সন্ধ্যায় জায়নকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায়।
পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু গাছ বাগান থেকে উদ্ধার করা হয়।
নিহত জায়ন ঋষির মরদেহ নিয়ে আদিবাসীরা ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে গেলে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে