image

মোল্লাহাটে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৬ জনকে খুলনা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

উপজেলার ঘোষগাতী গ্রামে বুধবার সকালে স্থানীয় সাগর শেখ গ্রুপ ও হেদায়েত শেখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে ওই গ্রামের কয়েকটি স্থানে হামলা ও পাল্টা হামলা হয় এবং ৫/৭টি বসতবাড়িতে ভাঙ্গচুরসহ লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রন করে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম গত বুধবার বিকেলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই থানায় কোন অভিযোগ করা হয়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

সম্প্রতি