image

১৪ ভরি স্বর্ণালংকার চুরি, বিদেশে পালানোর সময় দোকান কর্মচারী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট বিপনীবিতানের একটি স্বর্ণের দোকান থেকে ২২ ভরি স্বর্ণ চুরি করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় চন্দন ধর নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানা পুলিশ বুধবার তথ্যপ্রযুক্তির সাহায্যে বিদেশ পলায়নের চেষ্টাকালে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার হাজারী গলি এবং হাটহাজারী থানার মদুনা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ ভরি ৪ আনা ওজনের ৬টি স্বর্ণের নেকলেস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চন্দন ধর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মধ্য বেতাগী বনিক পাড়া ৩নং ওয়ার্ডের ৭নং বেতাগী ইউনিয়নের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি