নাটোরের বাগাতিপাড়ায় হেরোইনসহ চম্পা খাতুন নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর।
আটককৃত চম্পা খাতুন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া গ্রামের বিল্লাল মুন্সির মেয়ে এবং মাদককারবারি জনির স্ত্রী।
জানা যায়, গত বুধবার সকাল ১১টায় নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক তাইজুল ইসলামসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হিজলী পাবনাপাড়ায় অভিযান পরিচালনা করে।
এ সময় চাম্পা খাতুনের বাড়িতে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির ১৪ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চম্পা খাতুনের বিরুদ্ধে থানায় একটি মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। মামলা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।