সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মক্কায় ৬৩ বছর বয়সী মুরতাজুর রহমান খান মারা যান। তিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা।
এ নিয়ে এবার হজ করতে সৌদি আরবে যাওয়া পাঁচ বাংলাদেশির মৃত্যু হলো।
গত ৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশিদের এবারের হজযাত্রা শুরু হয়। হজযাত্রার শেষ ফ্লাইট বাংলাদেশ থেকে ছাড়বে আগামী ১০ জুন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৯৮টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল। তবে নিবন্ধন করেন ৮৩ হাজার ২১৮ জন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি