জামালপুর সদর উপজেলায় ধান ক্ষেত থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর ঘটনাস্থলের পাশের গ্রামে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছেতার রিকশাটি।
শনিবার (২৫ মে) সকালে সদরের পারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন (৪৫) উপজেলার বেড়া পাথালিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, শুক্রবার রাতে শাহাদাত ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে ধান ক্ষেত তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
এ ছাড়া ঘটনাস্থলের পাশের গ্রাম পূর্ব কুটামনি থেকে পরিত্যক্ত অবস্থায় তার রিকশাটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
চালককে হত্যার পর দুর্বৃত্তরা রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা