image

শরীয়তপুরে অস্ত্রও উদ্ধার, নারী আটক

শনিবার, ২৫ মে ২০২৪
প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় মাদক উদ্ধারে গিয়ে অস্ত্রও উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ মে) ভোরে জাজিরা থানার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর বাড়ি থেকে গুলিসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলিসহ লীজা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়।

আটক নারী আক্কাস ঢালীর স্ত্রী। তাকে জাজিরা থানায় নিয়ে আসে পুলিশ।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক জানান, শুক্রবার রাতে মাদকের খোঁজে ওই বাড়িতে অভিযানে যায় জাজিরা থানা পুলিশ।

তারা ঘরে প্রবেশ করা মাত্রই আক্কাস ঢালী টিনের বেড়া ভেঙে পালিয়ে যান।

এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৪০টি ইয়াবা উদ্ধারের পর আরও মাদকের অনুসন্ধান করতে গিয়ে বিছানার তোশকের নিচ থেকে একটি দেশীয় ওয়ান-শুটার গান ও আটটি গুলি পায় বলে দাবি পলিশের।

এই ঘটনায় আক্কাস ঢালী ও তার স্ত্রী লীজা আক্তারকে আসামি করে অস্ত্র আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

শরীয়তপুর জেলা পুলিশের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, “আমরা মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে গিয়ে প্রথমে মাদক উদ্ধার করে পরে আরও মাদক রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে এই অস্ত্র ও গুলি পাই। এই ঘটনায় দুটি মামলা হয়েছে।”

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি