image

এমপি সুমনের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

রোববার, ২৬ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারের অভিযোগ উঠেছে।

শুক্রবার হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিরুদ্ধে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের কাছে এ অভিযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের।

অভিযোগে বলা হয়, “সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে টিআর-কাবিখা-কাবিটা, টিউবওয়েল, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। একই সভায় তার পছন্দের চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা ইঙ্গিত ও প্ররোচনা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন।

তিনি রায়হান আহমেদের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়াজুরী ইউনিয়নের শীলপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সভায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে ডেকে এনে রায়হান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার জন্য অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন।”

সেখানে আরও বলা হয়, “একই সঙ্গে তিনি চা বাগানের চা-শ্রমিকদের ভয়ভীতি দেখান। এ ছাড়া রায়হান আহমেদের মোটরসাইকেলের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপ ভোট চাচ্ছেন। যাহা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। সংসদ সদস্য নালুয়া চা বাগান, হাতিমারা চা বাগান, চান্দপুর চা বাগান, কালিশিরি, জোযাল ভাঙ্গা চা বাগানসহ বিভিন্ন এলাকায় সভা করে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এবং নানা আকার ইঙ্গিতে রায়হানের পক্ষে ভোট চাচ্ছেন।

“এছাড়া চুনারুঘাট মধ্য বাজারে সভা করে শায়েস্তাগঞ্জ চুনারুঘাট জগদীশপুর সড়ক ৪ লেনে করার আশ্বাস দিচ্ছেন এবং ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন।”

অভিযোগে আবু তাহের সংসদ সদস্য সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোট এবং সমাবেশ করা যাবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।”

তবে নির্বাচনি এলাকায় তিনি নিজের উন্নয়নমূলক কার্যক্রম এবং সভা সমাবেশে অংশ নিতে পারেন বলে জানান ইউএনও।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের মোবাইলে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি