ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজবাড়ীতে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।
এর আগে, গত রাত সাড়ে নয়টার সময় পদ্মায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই ফেরি চলাচল শুরু হবে।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হলেও জেলার কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো