চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর পাঁচটা থেকে বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম শুরু করেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের এয়ারফিল্ড ও রানওয়ের সব নেভিগেশন সাপোর্ট সক্রিয় রয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর বিপৎসংকেত দেখানোর পর ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সতর্কতামূলক পদক্ষেপ নেয়।
এ কারণে কক্সবাজার বিমানবন্দর থেকেও সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
খেলা: ফুটবল লীগে বড় জয় আবাহনীর