image

শাহ আমানত বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম শুরু

সোমবার, ২৭ মে ২০২৪
প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর পাঁচটা থেকে বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম শুরু করেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের এয়ারফিল্ড ও রানওয়ের সব নেভিগেশন সাপোর্ট সক্রিয় রয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর বিপৎসংকেত দেখানোর পর ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সতর্কতামূলক পদক্ষেপ নেয়।

এ কারণে কক্সবাজার বিমানবন্দর থেকেও সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

» কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

» ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষ থেকে সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি