কালিয়াকৈরে কভার্ডভ্যান চাপায় গার্মেন্টস্ শ্রমিক নিহত

মঙ্গলবার, ২৮ মে ২০২৪
প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত কভার্ড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী এক গার্মেন্টস্ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এদুর্ঘটনা ঘটে।

এঘটনায় নিহত মীর আলম (৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস্ কারখানায় কাজ করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে একটি কভার্ডভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসার একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মীর আলম নিহত ও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় কভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি