image

দেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানতে চায় হাই কোর্ট

মঙ্গলবার, ২৮ মে ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

দেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা কত, তা জানতে চেয়ে তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আজ মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেয়।

দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব পদে বিদেশি কর্মীরা কাজ করছেন, সেসব পদের বিপরীতে দেশে যোগ্য প্রার্থীর সংখ্যা কত, তাও জানাতে চেয়েছেন আদালত। পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তা তদন্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

অ্যাডভোকেট এম সরোয়ার হোসেন বলেন, অবৈধভাবে বিদেশি শ্রমিক কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন কর্তৃপক্ষের অবহেলা ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে দেশে বৈধ ও অবৈধভাবে কত বিদেশি শ্রমিক কাজ করছে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় বছরে লক্ষাধিক মেট্টিক টন ধান ও দুইশত কোটি টাকার সবজি উৎপাদন হচ্ছে

সম্প্রতি