বরিশালে অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে । এতে আহত হয়েছে এক কিশোর।
শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার রহমতপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না বেগম (৫০) মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের মো. হারুন অর রশিদের স্ত্রী।
আহত মশিউর রহমানকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাবুগঞ্জের পাংশা গ্রামের মজিবর রহমান সরদারের ছেলে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, স্বামী-সন্তানের সঙ্গে স্বপ্না বেগম ইজিবাইকে করে বাবুগঞ্জের রহমতপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকের যাত্রী স্বপ্না বেগম মাথায় আঘাত পান। এ ছাড়া অপর যাত্রী মশিউর পড়ে গিয়ে জখম হন।
দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক লোকমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটির একটিও পায়নি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি