সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার থেকে মর্টার সেল (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। মর্টার সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে মর্টার সেলটি পেয়েছিলেন।
খবর পেয়ে বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন নেতৃত্বে বোম্ব ডিস্পোজাল ইউনিটের টিম লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন এবং এস আই মিল্টন রায় চৌধুরীসহ একটি টিম সক্রিয় মর্টার শেল নিস্ক্রিয় করেন।
এসময় এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এবং ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২