alt

রংপুরে চালসহ সকল নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, আদা কেজি সাড়ে ৪শ’ টাকা, সাধারন মানুষ দিশেহারা

লিয়াকত আলী বাদল, রংপুর : শুক্রবার, ১২ জুলাই ২০২৪

রংপুর সহ উত্তরাঞ্চলে আবারো চাল,সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিক্রি হওয়া আদা , রসুন, কাাঁচামরিচ, আলুসহ সব ধরনের সব্জির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সব ধরনের চাল কেঁজি প্রতি ৫ থেকে ৮ টাকা বেড়েছে। এ ছাড়াও ভোজ্য তেল মসল্লার দামও বেড়েছে।

নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের অস্বাভাবিক বৃদ্ধির ফলে মধ্য বিত্ত আর নিন্ম আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। বাধ্য হয়ে চাহিদার অর্ধেক পন্য কিনে কোন রকমে জিবীকা নির্বাহ করতে হচ্ছে।

এ ব্যাপারে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ি করেছে ভোক্তারা।

রংপুরের সিটি বাজার রংপুরসহ উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সব্জি ও চালের মোকাম। এখান থেকে সব ধরনের সব্জি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে যায়। সেখানে ঈদের পর থেকে আকস্মিক ভাবে সব ধরনের সব্জির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন শুক্রবার সিটি পাইকারী চাল ও সব্জি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেঁজি আদা ঈদের সময় ৩শ টাকা দরে বিক্রি হলেও এখন কেজি প্রতি দেড়শ টাকা বৃদ্ধি পেয়ে সাড়ে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৩ থেকে ৪শ টাকা, কাঁচা মরিচ আড়াইশ টাকা কেজি, আলুর দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য সব্জির দামও বেড়েছে । ভোজ্য তেল কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। এ ছাড়াও সব ধরনের মাছের দামও বেড়েছে। সব্জি ব্যবসায়ীরা বলছেন খারাপ আবহাওয়া সহ বন্যায় সব্জি ক্ষেত তলিয়ে যাওয়ায় সব্জির দাম বেড়েছে।

সব্জির পাইকারী আড়তদার আসলাম খান জানান, ঈদের সময় আদা রসুন কাচামরিচের দাম এত বেশী ছিলো না। ঈদের সময় আদা ৩শ টাকা প্রতি কেজি বিক্রি করেছি কিন্তু এখন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আদার দাম অনেক বেড়েছে। একই ভাবে রসুনের দামও বেড়েছে। কাঁচা মরিচের দাম আরও বাড়বে বলে আশংকা প্রকাশ করে বললেন আড়তদার মোসলেম উদ্দিন অবিরাম বৃষ্টিতে মরিচের ক্ষেত তলিয়ে গেছে অনেকের ক্ষেতের মরিচ নষ্ট হয়ে গেছে। ফলে মরিচের দাম আরও বাড়বে বলে আশংকা করছেন তিনি।

আলুর দাম ৭০ থেকে ৮০ টাকা হবার কারন জানতে চাইলে আড়তদার আফতাব মিয়া বলেন, রংপুরের হিমাগার গুলোতে বিপুল পরিমান আলু আছে কিন্তু ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু কম উত্তোলন করে বাজারে বিক্রি করছেন। মুলত আলুর বড় বড় পাইকার আর কোল্ড ষ্টোরে রাখা আলু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরী করে রাখায় আলুর বাজার অস্থির হয়ে আছে। তিনি বললেন ২৫ বছর ধরে সব্জি ব্যবসা করছেন আলুর এমন উচ্চ মুল্য কখনও তিনি দেখেননি।

তিনি বলেন, আলুর কোল্ড ষ্টোরেজ গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালালে আলুর দাম ৫০ টাকারও নীচে নেমে আসবে।

তিনি আরও জানান রংপুর হচ্ছে দেশের দ্বিতীয় বৃহতত্তম আলু উৎপাদন কারী জেলা। এখানে হিমাগারগুলোতে এখনও যে পরিমান আলু সংরক্ষন করে রাখা আছে তা রংপুরসহ উত্তরাঞ্চলের আগামী সিজন পর্যন্ত আলুর চাহিদা মেটাতে সক্ষম বলে তিনি মনে করেন।

এদিকে সিটি বাজারে চালের বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ৩৮ টাকা কেজির মোটা চাল ৪৪ টাকা, বিআর ২৮চাল যেখানে ৪৬ টাকা কেজি ছিলো সেই চাল এখন ৫২ টাকা , বিআর ২৯ চাল ৪৭ টাকার স্থলে ৫৪ টাকা , মিনিকেট ৬৫ টাকার স্থলে ৭০ টাকা নাজিরসাল চাল ৭০ টাকার চাল ৭৫ থেকে ৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাবার কোন কারন দেখছেননা আড়তদার ব্যাবসায়ীরা। তারা বলেন এক মাস আগে বোরো ধান কাটা মাড়াই হয়েছে। কৃষক আর সাধারন গৃহস্থদের ঘরে প্রচুর ধান আছে। কিন্তু হঠাৎ করে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে।

বড় চালের আড়তদার মোকলেসুর রহমান জানান, দিনাজপুর , নাটোর এবং রংপুরের মাহিগজ্ঞ মোকামে লাখ লাখ বস্তা চাল মজুত আছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার ফলে চালের দাম বেড়েছে। সহসাই দাম কমবে বলে তিনি মনে করেননা।

তবে কয়েকজন চাল ব্যাবসায়ী বলছেন, খারাপ আবহাওয়া আর ধানের দাম বৃদ্ধির কারনে সব ধরনের চালের দাম বেড়েছে। তবে এদর পাইকারী আড়তদারের কাছে বিক্রি হলেও খুচরা বাজারে এর থেকে বেশী দামে বিক্রি হচ্ছে।

এদিকে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারনে নিন্মবিত্ত পরিবারসহ সহায় সম্বলহীন পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। তাদের আয় বাড়েনি অথচ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বেড়েই চলছে। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করে ভোক্তারা বলছেন আমরা চাহিদার ৪ ভাগের তিন ভাগ কিনতাম এখন অর্ধেক কিনছি যা দিয়ে কোন ভাবেই পরিবার পরিজন নিয়ে তিন বেলা চলছেনা। বাজারে প্রচুর সামগ্রী থাকলেও দাম কেন কমছেনা তার কোন জবাবদিহিতা নেই। ফলে ভোক্তারা এখন জিম্মি হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

চাকুরী জিবী সালাম জানান তিনি যে বেতন পান তা দিয়ে এখন ২০ দিনেও সংসার চলছেনা। তিনি বলেন, আমাদের বেতন তো মাসে মাসে বাড়েনা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে। ফলে আমাদের পক্ষে সংসার চালানো আর তিন বেলা খাওয়া দুস্কর হয়ে পড়েছে।

বেসরকারী চাকুরীজিবী নজরুল ইসলাম বলেন প্রতি নিয়ত জিনিষ পত্রের দাম বাড়ছে এভাবে সম্ভব না। বাধ্য হয়ে এক কেজির পরিবর্তে তিন পোয়া এখন আধা কেজি কিনতে হচ্ছে কেননা হিসাবতো মিলছেনা।আমাদের পরিবার পরিজন নিয়ে চলা মুস্কিল হয়ে পড়েছে।

দোকান কর্মচারী মাসুদ বললেন পিয়াজ , আদা রসুন কাঁচা মরিচের দাম বাড়ছেই। তার রান্নার এসব সামগ্রী খুবই প্রয়োজন কিন্তু প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছেনা। তিনি জানান ৪জনের সংসারে আর সামলানো যাচ্ছেনা। নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের লাগাম টানতে কেন সরকার পারছেনা কোথায় তাদের দুর্বলতা বুঝিনা।

এদিকে মাংসের দাম আগের দামে বিক্রি হলেও ডিম এখন ভোক্তাদের নাগালের বাইরে।ডিম এখন প্রতি পিস ১২ টাকা, কখনই এমন দাম ছিলোনা। কেন ডিমের দাম বাড়ছে সেটা ডিম ব্যবসায়ীরাও বলছেননা। তারা বলেন বড় বড় সিন্ডিকেট চক্র এখর ডিমের বাজার নিয়ন্ত্রন করছে সে কারনে দাম কমছেনা।

এ জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির লাগাম ধরার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে ভোক্তাদের দাবি।

পীরগাছায় পদ্মরাগ ট্রেনের পাঁচ কোচ লাইনচ্যুত, ১৪ ঘণ্টায় উদ্ধার

ছবি

ডেঙ্গু: আক্রান্ত ৩৯ হাজার ছাড়িয়েছে

ছবি

আনোয়ারায় আবারও ৩১ রোহিঙ্গা আটক

ছবি

জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত টেকনাফ

ছবি

তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, উৎসবের আমেজ নদী পাড়ে

ছবি

রাজধানীতে ৩ স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ছবি

রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা!

ছবি

বাগেরহাটের বিষয়ে হাইকোর্টের রুল, ফরিদপুরে নতুন কর্মসূচির হুঁশিয়ারি

ছবি

সওজের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে বাণিজ্যিক ভবন

ছবি

সিরাজগঞ্জে রোপা আমন খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

ছবি

গৌরনদীতে ২০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ

ছবি

পীরগাছায় গাছ কাটার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

ছবি

শিবালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৫ বখাটে আটক

ছবি

মহেশপুরে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছবি

আশুলিয়ায় গুলিবিদ্ধ যুবককের মরদেহ উদ্ধার

ছবি

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫ চিকিৎসকে চলছে স্বাস্থ্যসেবা

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান

ছবি

ভালুকায় শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি

কালীগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ছবি

হবিগঞ্জে সিএনজি-টমটম সংঘর্ষে নিহত ১

ছবি

বিস্ফোরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি

পাঁচবিবিতে ৭৫টি মণ্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

ছবি

ডিমলায় প্রভাবশালীদের অবৈধ দখলে নব্যতা হারাচ্ছে নদীগুলো

ছবি

কালুখালীর নূরনেছা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি

৯৩ বছরে দেশের সমবায় সমিতির অনন্য মডেল প্রতিষ্ঠানে পরিনত

ছবি

রংপুরে ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি

ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি

ডিমলায় অবৈধ পেট্রোল পাম্পকে জরিমানা, বন্ধের নির্দেশ

ছবি

টাঙ্গাইলে শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর মুর্তি

ছবি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণ

ছবি

চুয়াডাঙ্গায় ইলিশের দামে সাধারণ ক্রেতা দিশেহারা

ছবি

সাপাহারে তরুণ উদ্যোক্তা সোহেল রানার আমচাষে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

ছবি

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেপ্তার

ছবি

ফরিদগঞ্জে মাদকসেবী যুবদল নেতা দণ্ডিত

ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক

ছবি

ডুমুরিয়ায় শামুক নিধন, হুমকিতে পরিবেশ

tab

রংপুরে চালসহ সকল নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, আদা কেজি সাড়ে ৪শ’ টাকা, সাধারন মানুষ দিশেহারা

লিয়াকত আলী বাদল, রংপুর

শুক্রবার, ১২ জুলাই ২০২৪

রংপুর সহ উত্তরাঞ্চলে আবারো চাল,সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিক্রি হওয়া আদা , রসুন, কাাঁচামরিচ, আলুসহ সব ধরনের সব্জির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সব ধরনের চাল কেঁজি প্রতি ৫ থেকে ৮ টাকা বেড়েছে। এ ছাড়াও ভোজ্য তেল মসল্লার দামও বেড়েছে।

নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের অস্বাভাবিক বৃদ্ধির ফলে মধ্য বিত্ত আর নিন্ম আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। বাধ্য হয়ে চাহিদার অর্ধেক পন্য কিনে কোন রকমে জিবীকা নির্বাহ করতে হচ্ছে।

এ ব্যাপারে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ি করেছে ভোক্তারা।

রংপুরের সিটি বাজার রংপুরসহ উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সব্জি ও চালের মোকাম। এখান থেকে সব ধরনের সব্জি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে যায়। সেখানে ঈদের পর থেকে আকস্মিক ভাবে সব ধরনের সব্জির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন শুক্রবার সিটি পাইকারী চাল ও সব্জি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেঁজি আদা ঈদের সময় ৩শ টাকা দরে বিক্রি হলেও এখন কেজি প্রতি দেড়শ টাকা বৃদ্ধি পেয়ে সাড়ে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৩ থেকে ৪শ টাকা, কাঁচা মরিচ আড়াইশ টাকা কেজি, আলুর দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য সব্জির দামও বেড়েছে । ভোজ্য তেল কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। এ ছাড়াও সব ধরনের মাছের দামও বেড়েছে। সব্জি ব্যবসায়ীরা বলছেন খারাপ আবহাওয়া সহ বন্যায় সব্জি ক্ষেত তলিয়ে যাওয়ায় সব্জির দাম বেড়েছে।

সব্জির পাইকারী আড়তদার আসলাম খান জানান, ঈদের সময় আদা রসুন কাচামরিচের দাম এত বেশী ছিলো না। ঈদের সময় আদা ৩শ টাকা প্রতি কেজি বিক্রি করেছি কিন্তু এখন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আদার দাম অনেক বেড়েছে। একই ভাবে রসুনের দামও বেড়েছে। কাঁচা মরিচের দাম আরও বাড়বে বলে আশংকা প্রকাশ করে বললেন আড়তদার মোসলেম উদ্দিন অবিরাম বৃষ্টিতে মরিচের ক্ষেত তলিয়ে গেছে অনেকের ক্ষেতের মরিচ নষ্ট হয়ে গেছে। ফলে মরিচের দাম আরও বাড়বে বলে আশংকা করছেন তিনি।

আলুর দাম ৭০ থেকে ৮০ টাকা হবার কারন জানতে চাইলে আড়তদার আফতাব মিয়া বলেন, রংপুরের হিমাগার গুলোতে বিপুল পরিমান আলু আছে কিন্তু ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু কম উত্তোলন করে বাজারে বিক্রি করছেন। মুলত আলুর বড় বড় পাইকার আর কোল্ড ষ্টোরে রাখা আলু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরী করে রাখায় আলুর বাজার অস্থির হয়ে আছে। তিনি বললেন ২৫ বছর ধরে সব্জি ব্যবসা করছেন আলুর এমন উচ্চ মুল্য কখনও তিনি দেখেননি।

তিনি বলেন, আলুর কোল্ড ষ্টোরেজ গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালালে আলুর দাম ৫০ টাকারও নীচে নেমে আসবে।

তিনি আরও জানান রংপুর হচ্ছে দেশের দ্বিতীয় বৃহতত্তম আলু উৎপাদন কারী জেলা। এখানে হিমাগারগুলোতে এখনও যে পরিমান আলু সংরক্ষন করে রাখা আছে তা রংপুরসহ উত্তরাঞ্চলের আগামী সিজন পর্যন্ত আলুর চাহিদা মেটাতে সক্ষম বলে তিনি মনে করেন।

এদিকে সিটি বাজারে চালের বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ৩৮ টাকা কেজির মোটা চাল ৪৪ টাকা, বিআর ২৮চাল যেখানে ৪৬ টাকা কেজি ছিলো সেই চাল এখন ৫২ টাকা , বিআর ২৯ চাল ৪৭ টাকার স্থলে ৫৪ টাকা , মিনিকেট ৬৫ টাকার স্থলে ৭০ টাকা নাজিরসাল চাল ৭০ টাকার চাল ৭৫ থেকে ৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাবার কোন কারন দেখছেননা আড়তদার ব্যাবসায়ীরা। তারা বলেন এক মাস আগে বোরো ধান কাটা মাড়াই হয়েছে। কৃষক আর সাধারন গৃহস্থদের ঘরে প্রচুর ধান আছে। কিন্তু হঠাৎ করে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে।

বড় চালের আড়তদার মোকলেসুর রহমান জানান, দিনাজপুর , নাটোর এবং রংপুরের মাহিগজ্ঞ মোকামে লাখ লাখ বস্তা চাল মজুত আছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার ফলে চালের দাম বেড়েছে। সহসাই দাম কমবে বলে তিনি মনে করেননা।

তবে কয়েকজন চাল ব্যাবসায়ী বলছেন, খারাপ আবহাওয়া আর ধানের দাম বৃদ্ধির কারনে সব ধরনের চালের দাম বেড়েছে। তবে এদর পাইকারী আড়তদারের কাছে বিক্রি হলেও খুচরা বাজারে এর থেকে বেশী দামে বিক্রি হচ্ছে।

এদিকে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারনে নিন্মবিত্ত পরিবারসহ সহায় সম্বলহীন পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। তাদের আয় বাড়েনি অথচ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বেড়েই চলছে। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করে ভোক্তারা বলছেন আমরা চাহিদার ৪ ভাগের তিন ভাগ কিনতাম এখন অর্ধেক কিনছি যা দিয়ে কোন ভাবেই পরিবার পরিজন নিয়ে তিন বেলা চলছেনা। বাজারে প্রচুর সামগ্রী থাকলেও দাম কেন কমছেনা তার কোন জবাবদিহিতা নেই। ফলে ভোক্তারা এখন জিম্মি হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

চাকুরী জিবী সালাম জানান তিনি যে বেতন পান তা দিয়ে এখন ২০ দিনেও সংসার চলছেনা। তিনি বলেন, আমাদের বেতন তো মাসে মাসে বাড়েনা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে। ফলে আমাদের পক্ষে সংসার চালানো আর তিন বেলা খাওয়া দুস্কর হয়ে পড়েছে।

বেসরকারী চাকুরীজিবী নজরুল ইসলাম বলেন প্রতি নিয়ত জিনিষ পত্রের দাম বাড়ছে এভাবে সম্ভব না। বাধ্য হয়ে এক কেজির পরিবর্তে তিন পোয়া এখন আধা কেজি কিনতে হচ্ছে কেননা হিসাবতো মিলছেনা।আমাদের পরিবার পরিজন নিয়ে চলা মুস্কিল হয়ে পড়েছে।

দোকান কর্মচারী মাসুদ বললেন পিয়াজ , আদা রসুন কাঁচা মরিচের দাম বাড়ছেই। তার রান্নার এসব সামগ্রী খুবই প্রয়োজন কিন্তু প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছেনা। তিনি জানান ৪জনের সংসারে আর সামলানো যাচ্ছেনা। নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের লাগাম টানতে কেন সরকার পারছেনা কোথায় তাদের দুর্বলতা বুঝিনা।

এদিকে মাংসের দাম আগের দামে বিক্রি হলেও ডিম এখন ভোক্তাদের নাগালের বাইরে।ডিম এখন প্রতি পিস ১২ টাকা, কখনই এমন দাম ছিলোনা। কেন ডিমের দাম বাড়ছে সেটা ডিম ব্যবসায়ীরাও বলছেননা। তারা বলেন বড় বড় সিন্ডিকেট চক্র এখর ডিমের বাজার নিয়ন্ত্রন করছে সে কারনে দাম কমছেনা।

এ জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির লাগাম ধরার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে ভোক্তাদের দাবি।

back to top