image

মাদকের আগ্রাসন রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে

রোববার, ১৪ জুলাই ২০২৪
জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ রং বেরংয়ের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ সূচনা করেন।

পরে র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।

এ সময় এমপি বলেন, মাদক সমাজের এখন ভয়াল থাবা। মাদকের আগ্রাসন যেভাবে বেড়েছে প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়া তরুণ সমাজকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ তরুণরাই আগামী দিনের সমাজ গড়ার হাতিয়ার। যাতে তারা বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি