বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের রাস্তায় আন্দোলনকারীরা

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2024/August/02Aug24/news/ctg3.jpg

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিলা শাহি জামে মসজিদ থেকে মিছিল বের করে সেটি নিউমার্কেট হয়ে টাইগারপাস মোড়ে যায়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

https://sangbad.net.bd/images/2024/August/02Aug24/news/ctg2.webp

মিছিল বের হওয়ার পর শুরু হয় বৃষ্টি। এরপরও মিছিল নগরের নিউমার্কেট এলাকায় যায়। বৃষ্টি কিছুটা থামার পর নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড়ে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী। এ সময় তাঁরা ন্যায়বিচারসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন। এরপর মিছিলটি বেলা সাড়ে তিনটায় আন্দোলকারীরা টাইগারপাস মোড়ে অবরোধ করেন।

https://sangbad.net.bd/images/2024/August/02Aug24/news/ctg1.webp

নগর পুলিশের সহকারী কমিশনার কোতোয়ালি অঞ্চল অতনু চক্রবর্তী বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে দুই শতাধিক পুলিশ সদস্য রয়েছেন। শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি পালন করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি