image

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল নিক্ষেপ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
খুলনা প্রতিনিধি,

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্লামারী এলাকায় পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে। এতে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশ সড়কে মুখোমুখি অবস্থান করছিল। সংঘর্ষের কারণে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেন এবং কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ, র‌্যাব ও বিজিবির হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে, পুলিশ বাঁধা দিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন এবং সোনাডাঙ্গা থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তারা বেলা সোয়া ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও নগরীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। এর ফলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি