image

গাজীপুরে মহাসড়ক অবরোধ, আ.লীগ কার্যালয়-পুলিশ বক্সে আগুন

রোববার, ০৪ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় আজ রোববার অসহযোগ আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিসসহ পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আজ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চন্দ্রা ত্রিমোর এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও পুলিশ বক্স ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।

এদিন আন্দোলনে যোগ দিতে সকাল ১০টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যোগ দিয়েছেন। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রা জনসমুদ্রে পরিণত হয়। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুরের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছেন তাঁরা।

‘সারাদেশ’ : আরও খবর

» মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

» ময়মনসিংহের দীপু দাস হত্যা: আরও একজন গ্রেপ্তার

সম্প্রতি