image

নাইক্ষ্যংছড়িতে পানি কমলেও ব্যাপ ক্ষয়ক্ষতির মুখে রাস্তাঘাট, ফসলিজমি, বসত বাড়ি

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া ঘুমধুম ইউনিয়নে টানা বর্ষণ ও মিয়ানমারের পাহাড়ি ঢলের স্রোতে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত চারদিন এক টানা বর্ষণ ও মিয়ানমারের পাহাড়ি ঢল গেল কয়েক বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, মিয়ানমারের ভিতরের ক্রোকোডিংগা, বড়খাল, মুরুংগা খালসহ ফকিরা বাজারের সমস্ত পাহাড়ি ঢলের পানি ঘুমধুম সীমান্তখাল দিয়ে আসার ফলে ইউনিয়নের ১ও ২ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী মধ্যম পাড়া, কেনার পাড়া, বাজার পাড়া, হিন্দুপাড়া, পশ্চিমকূল, ক্যাম্প পাড়ার বাড়িঘর ও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বিকেলে, সরজমিন ঘুরে দেখা গেছে, ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়া, ঘোনার পাড়া, উলুবনিয়া, তুমব্রু ক্যাম্প পাড়া, পরিষদ থেকে ফকিরাঘোনা, পশ্চিমকুল দুই গলাছিড়া, জলপাইতলী, ঘুমধুম মধ্যম পাড়া, ঘুমধুম উচ্চ বিদ্যালয় সড়ক থেকে জলপাইতলি, কচুবনিয়া, বড়ুয়া পাড়া, বড়বিল স্টেশন, ফকিরা পাড়ার পাকা রাস্তাসহ অনেক কাচা রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াতে হাজারও মানুষের চলাচলে দুর্ভোগের শেষ নেই! তাছাড়া, অতি বৃষ্টিতে অনেকের কৃষি জমিতে পাহাড় ধসে এসেছে, অনেকের পুকুর ডুবে মাছ চলে গেছে।

অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের বাগান ঘোনা,চাকঢালা, আসারতলী, ফুলতলী ও নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি সড়ক টানা বর্ষনে ব্যাাপক ক্ষতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা পানিতে পাকা সড়ক খান খন্দ হয়ে গেছে। পাশাপাশি বাইশারী গর্জনিয়া সড়ক ও গর্জনিয়া - নাইক্ষ্যংছড়ি সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যাাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া সোনাইছড়ি ও দৌছড়ি ইউনিয়নে রাস্তাঘাটের ব্যাাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানালেন ইউপি চেয়ারম্যানগন।

বন্যা কবলিত ঘুমধুমের বিভিন্ন গ্রামের রেড় ক্রিসেন্ট এর পক্ষ থেকে গত ২ দিন যাবত শুকনো খাবার বিতরণ করতে দেখা গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি ঢুকে কয়েকটি পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমব্রু বাজারে প্রায় দোকানে জলাবদ্ধতা হওয়াতে ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান পানিবন্দি এলাকা ঘুমধুমের বিভিন্ন গ্রাম পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছ।পাশাপাশি ইতিমধ্যে শুকনো খাবার বিতরন করা হয়েছে। পানি ও কমতে শুরু হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, টানা বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যাছাই বাছাই করতে, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনকে সভাপতি করে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সরজমিনে ঘুরে ক্ষয়ক্ষতি পরিমাণ দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা বলা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি