image

বগুড়ায় মুদি দোকানির গলাকাটা লাশ উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

বগুড়ায় এক মুদি দোকানির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি মুখ ঢাকা দুবৃর্ত্তরা তাকে তুলে নিয়ে গিয়েছিল।

মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার রমজান আলীর ছেলে। তিনি এলাকায় মুদি দোকান চালাতেন।

নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে ১০-১৫জন লোক তার বাবাকে তুলে নিয়ে৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে সকালে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দি‌য়ে যাওয়ার সময় বাবার গলাকাটা লাশ দেখ‌তে পায়।

বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন বলেন,পূর্ব শত্রুতার জেরে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে সোমবার রাতের কোনো এক সময় গলা কেটে হত্যা করে।

খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

» প্রশাসনের নিষ্ক্রিয়তা, বুড়ি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

সম্প্রতি