image

রংপুরের ডিআইজি ও পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত আবু সাঈদের ঘটনা পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদেরকে অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, কোনো সরকারি কর্মচারীর চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে অবসর প্রদান করতে পারে।

ডিআইজি পদমর্যাদার মনিরুজ্জামান ও ১৭তম বিসিএসের কর্মকর্তা আব্দুল বাতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ সংঘর্ষে আহত আবু সাঈদ পরবর্তীতে মারা যান, যা আন্দোলনকে ত্বরান্বিত করে এবং সরকারের পতনের পথ সুগম করে।

শনিবার পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ এখন ঘরে ঘরে... বাংলাদেশে জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি