image

চাঁদপুরে নৌকা ডুবে নববধূসহ দুই নারী নিখোঁজ

সংবাদ অনলাইন রিপোর্ট

চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় নৌকাডুবির ঘটনায় নববধূসহ দুই নারী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নৌকাটি পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে ।

নিখোঁজরা হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও সেতু (৩০)।

এ ঘটনায় নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- নিখোঁজ নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩), মুনিয়া (২৬) ও নৌকার মাঝি।

এর মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নাঈমের বাবা জাহাঙ্গীর আলম জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করেন। ছেলে নতুন বউকে নিয়ে নৌকায় করে বেড়াতে গিয়ে ছিলেন।

চাঁদপুর নৌপুলিশের ওসি মুনিরুজ্জামান মনির বলেন, “ঘটনাস্থলে নৌ ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড রয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।”

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহে ছিনতাই প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

সম্প্রতি