স্বামী হত্যার ৯ বছর পর রাজশাহীর পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন এক বিএনপি কর্মীর স্ত্রী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
উপজেলার নামাজ গ্রামের বিএনপি কর্মী নিহত মজির উদ্দিনের স্ত্রী মোসা. মাছুফা বুধবার রাতে পুঠিয়া থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি কবির হোসেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিতা সামছুদ্দিন, পুঠিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি সিরাজুল, চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, বাঘার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী।
এছাড়া পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলা ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
“বর্তমান সরকারের অধীনে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করেছি। আশা করছি আমার পিতার হত্যার বিচার পাব।”
ওসি কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
স্বামী হত্যার ৯ বছর পর রাজশাহীর পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন এক বিএনপি কর্মীর স্ত্রী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
উপজেলার নামাজ গ্রামের বিএনপি কর্মী নিহত মজির উদ্দিনের স্ত্রী মোসা. মাছুফা বুধবার রাতে পুঠিয়া থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি কবির হোসেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিতা সামছুদ্দিন, পুঠিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি সিরাজুল, চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, বাঘার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী।
এছাড়া পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলা ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
“বর্তমান সরকারের অধীনে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করেছি। আশা করছি আমার পিতার হত্যার বিচার পাব।”
ওসি কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।