গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত , তিনজন আহত

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

পলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, সকাল ৭টার পরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে একটি ট্রাক ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপভ্যানের হেলপার ঘটনাস্থলে নিহত হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি