বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আর্থিক সহায়তা প্রদান করেছে। ইউসিবির এই অর্থ-সহায়তা আহতদের চিকিৎসার খরচ মেটাতে ব্যয় হবে।
সম্প্রতি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হকের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিলাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।