চট্টগ্রামের পটিয়ায় সোনা ছিনতাইয়ের অভিযোগে যুবদলের এক নেতা বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত নেতার নাম মামুনর রশিদ, যিনি পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুনরকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যুবদলের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ২৭ আগস্ট পটিয়ার বাইপাস সড়কে একটি বাস থামিয়ে এক সোনা ব্যবসায়ীর ৬৫ ভরি সোনা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে, কক্সবাজারের ব্যবসায়ী রুবেল দাশ বাদী হয়ে মামুনরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অন্যদিকে, চাঁদা দাবির অভিযোগে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিমকে আটক করা হয়েছে। আজ শনিবার, সেনাবাহিনীর সহায়তায় তাকে চট্টগ্রামের বড়পোল এলাকা থেকে আটক করে হালিশহর থানায় সোপর্দ করা হয়।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে