image

সীমান্তে ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা আ.লীগ সভাপতি কামাল আহমেদ গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিজিবির তথ্য অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে ২টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪,২০০ ভারতীয় রুপি, ৪,০০০ বাংলাদেশি টাকা, ৩টি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি