কক্সবাজারের রামুতে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল১১টায় রামু চৌমুহনী স্টেশনে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন নিহতের ছোট ভাই সাইফুর রহমান সুজন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রামুর ফুলনিরচর এলাকায় বাগান বাড়ি থেকে ফেরার পথে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় গত ৩ সেপ্টেম্বর রামু থানায় মামলা রুজু করা হয়। সকল আসামীরা পলাতক।
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: অনুষ্ঠিত হলো বাক্কোর ১৪তম বার্ষিক সাধারণ সভা ও মেম্বার্স রিট্রিট ২০২৬