image

আখাউড়া সীমান্তে সাবেক সংসদ সদস্য ফজলে করিম আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

চট্টগ্রাম- ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিজিবি’র হাতে আটক হয়েছেন।

সরাইল ব্যাটালিয়নের(২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারি চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরো দুই যুবককে আটক হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বিজিবি হেফাজতে আছেন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মেঘনায় নৌকাডুবি: ১০ দিন পর ৩ জেলের লাশ উদ্ধার

সম্প্রতি