চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় রাতে জাল (টাঙ্গুয়াজাল) নিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।
আজ রোববার সকালে বাড়ীর অদূরে কোনাখালী বিলে পড়ে থাকা তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। তথ্যটি নিশ্চিত করেন তার চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘মাছ ধরতে গিয়ে মো. আরিফ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা