চট্টগ্রামে, দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে মামলা করা হয়েছে। সেই বক্তব্যে তিনি নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
২০২২ সালের ১৮ মে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছেন, তাকে পদ্মা নদীতে চুবানি দিয়ে তোলা উচিত। খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেন।"
এই বক্তব্যকে হত্যার হুমকি ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল আদালতে মামলা করেছেন। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি