image

মাদারীপুরের আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন কুমিল্লা সীমান্তে আটক

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, বিবির বাজার সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম শাহাবুদ্দিন বলে জানা যায়। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি