সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।চলমান শ্রমিক অসন্তোষ যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখনই আবার উত্তপ্ত হয়ে উঠল। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন শ্রমিক। তবে স্থানীয় শ্রমিকেরা বলছেন, এ সংখ্যা ১৫ থেকে ২০ হতে পারে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জিরাবো এলাকায় তিনটি কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।
আশুলিয়ায় অসন্তোষ কাটিয়ে শ্রমিকরা যখন কাজে ফিরতে শুরু করেছিলেন, স্বাভাবিকভাবে হয়ে উঠছিল উৎপাদন, তখনই এ ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চল।
জানা যায়, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। পরে শ্রমিকেরা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, নিহত মোছা. রোকেয়া বেগম (৩০) ওই এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। ২০২১ সালের ১ ডিসেম্বর তিনি কারখানাটিতে যোগ দিয়েছিলেন।
পরিদর্শক নির্মল কুমার দাস বলেন, ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে নারী শ্রমিক মারা যান। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন