ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পরিত্যক্ত কার্টন থেকে অজ্ঞাত নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি কাপড় ব্যবসায়ীর দোকানের সামনে এই লাশ পাওয়া যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, নারীর মরদেহের মাথা নেই, ফলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃষ্টি থাকায় ওইদিন সকাল থেকে দোকানপাটের কিছু অংশ বন্ধ ছিল। সন্ধ্যায় দোকান খুলতে এসে দোকান মালিক জমির উদ্দিন দুটি কার্টন পরিত্যক্ত অবস্থায় দেখতে পান।
জমির উদ্দিন বলেন, "বিকেল সাড়ে ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি, দোকানের সামনে চৌকির নিচে রশি দিয়ে বাঁধা দুটি কার্টন পড়ে আছে। প্রথমে ভাবলাম, কেউ রেখে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরে কেউ না আসায় সন্দেহ হয়।"
তিনি আরও জানান, প্রতিবেশী দোকানিরা যখন একটি কার্টনের একপাশ খুলে মানুষের পা দেখতে পান, তখন তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে কার্টনগুলো খোলার পর বেরিয়ে আসে নারীর দ্বিখণ্ডিত লাশ।
আশুলিয়া থানার এসআই প্রবীর ভট্টাচার্য জানান, একটি কার্টনে নারীর শরীরের গলা থেকে কোমর পর্যন্ত অংশ ছিল, অন্যটিতে দুই পা। তবে, এখনও মাথার অংশ পাওয়া যায়নি। তিনি বলেন, "লাশের পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এছাড়া, কার্টন দুটি কে বা কারা রেখে গেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।"
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পরিত্যক্ত কার্টন থেকে অজ্ঞাত নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি কাপড় ব্যবসায়ীর দোকানের সামনে এই লাশ পাওয়া যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, নারীর মরদেহের মাথা নেই, ফলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃষ্টি থাকায় ওইদিন সকাল থেকে দোকানপাটের কিছু অংশ বন্ধ ছিল। সন্ধ্যায় দোকান খুলতে এসে দোকান মালিক জমির উদ্দিন দুটি কার্টন পরিত্যক্ত অবস্থায় দেখতে পান।
জমির উদ্দিন বলেন, "বিকেল সাড়ে ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি, দোকানের সামনে চৌকির নিচে রশি দিয়ে বাঁধা দুটি কার্টন পড়ে আছে। প্রথমে ভাবলাম, কেউ রেখে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরে কেউ না আসায় সন্দেহ হয়।"
তিনি আরও জানান, প্রতিবেশী দোকানিরা যখন একটি কার্টনের একপাশ খুলে মানুষের পা দেখতে পান, তখন তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে কার্টনগুলো খোলার পর বেরিয়ে আসে নারীর দ্বিখণ্ডিত লাশ।
আশুলিয়া থানার এসআই প্রবীর ভট্টাচার্য জানান, একটি কার্টনে নারীর শরীরের গলা থেকে কোমর পর্যন্ত অংশ ছিল, অন্যটিতে দুই পা। তবে, এখনও মাথার অংশ পাওয়া যায়নি। তিনি বলেন, "লাশের পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এছাড়া, কার্টন দুটি কে বা কারা রেখে গেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।"