image

আখাউড়া সীমা‌ন্তে বিজিবি অভিযান,‌কোটি টাকার মালামাল উদ্ধার

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
আখাউড়া প্রতি‌নি‌ধি

,ব্রাহ্মণবা‌ড়িয়ার আখাউড়া সীমা‌ন্ত এলাকায় বিজিবি অভিযানে অ‌বৈধ ভা‌বে ভারত থে‌কে আশা কোটি টাকার মালামাল উদ্ধার করা হ‌য়ে‌ছে ।

শ‌নিবার (০৫ অক্টোবর) রা‌তে ১টার দি‌কে আখাউড়ার গংগাসাগর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাল‌ামাল উদ্ধার ক‌রেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) ।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক,লেঃকর্নেল এ এম জাবের বিন জব্বার এক বার্তায় এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এই অ‌ভিযা‌নে ভারতীয় ৬৪৮ পিস বিভিন্ন প্রকার এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে, দুই লাখ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট,২৪ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার হয়। এইসব মালামালের আনুমা‌নিক মোট মূল্য এক কোটি দুই লক্ষ বিরাশি হাজার টাকা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি