গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল (২৯)সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সাতবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে, টঙ্গীতে হামীম গ্রুপে চাকুরী করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭ টার সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় গাজীপুর মুখি একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে তাকওয়া পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নিহতের বাবা শাহজাহান জানান, আমার ছেলে গেল বৃহস্পতিবার বাড়ী আসছিল। টঙ্গী হামীম গ্রুপে চাকরী করতো। ছুটি শেষে বাড়ী থেকে সকালেই বের হয়েছিল অফিস করার জন্য। তিনি বলেন, আমার ছেলে এমন অফিসেই গেলো আর কোনদিন বাড়ী আসবে:না, বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহণটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে তিন মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
সারাদেশ: রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন