কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়কারি চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলা উদ্দিন ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে আতিকুর রহমানকে (২১) অপহরণ করা হয়েছিল। পরদিন ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা।
পরে এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর আতিকুরের পিতা বাদী হয়ে এ টেকনাফ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অপহৃত আতিকুরকে উদ্ধার করে ৩০ সেপ্টেম্বর। এ মামলায় জড়িত আলা উদ্দিনকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান