image

ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ: চাঁদপুরের ডিসি

রোববার, ০৬ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

রোববার বিকেলে মোহনপুর লঞ্চঘাটে মৎস্য বিভাগ আয়োজিত ‘মা ইলিশ রক্ষায় সচেতনমূলক সভা’য় তিনি বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ সময়ে কেউ মাছ ধরতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ডিসি আরও বলেন, “মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে, তবে উৎপাদন ২৫ শতাংশ বেড়ে যাবে। এতে মৎস্যজীবীরাই বেশি লাভবান হবেন।” তিনি জেলেদের নিষিদ্ধ সময়ে মাছ না ধরার অনুরোধ জানিয়ে বলেন, “সরকারের পক্ষ থেকে জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।”

সভায় মতলব উপজেলার ইউএনও একি মিত্র চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান এবং জেলে প্রতিনিধি ফুলচাঁন বর্মনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি