ঈদগাঁও‌তে ট্রা‌কের ধাক্কায় অ‌টোরিক্সা চালক নিহত

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

কক্সবাজা‌র থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়া বাঁশ বোঝাই ট্রা‌কের ধাক্কায় ঈদগাঁও‌তে সে‌লিম(৫০) নামের এক অ‌টো রিক্সা চালক নিহত।

রোববার রাত সাড়ে ৮ আট টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের ঈদগাঁও`র ইসলামাবাদ ক‌বি নুরুল হুদা সড়‌কের মু‌খে এ সড়ক দূর্ঘটা‌টি ঘ‌টে।

ঈদগাঁও থানার এসআই হোস‌নে মোবারক সংবাদ‌কে দূর্ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থল থে‌কে লাশ ও ট্রাক‌টি উদ্ধার ক‌রে মালুমঘাট হাইও‌য়ে পু‌লিশ ফা‌ঁড়ির হেফাজ‌তে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। নিহত অ‌টোরিক্সা চালক সে‌লিম চক‌রিয়া উপ‌জেলার খুটাখালী নয়াপাড়ার কালা‌ মিয়ার পুত্র।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি