গাজীপুরের জয়দেবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মহানগরের জয়দেবপুর রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের ওসি রাহেদুল ইসলাম।
আহত সফিকুল ইসলাম টিটুকে (৪০) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ মনিরুল ইসলাম সাগরকে ঢাকায় নেয়া হয়েছে। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরের সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভের সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনির অনুসারী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের পক্ষের লোকজনের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় মনিরুল ইসলামের পায়ে গুলি লাগে। সংঘর্ষের এক পর্যায়ে সৌরভের পক্ষের কয়েকজন দেশি অস্ত্র দিয়ে সাগরের পক্ষের সফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এছাড়া গুলিবিদ্ধ মনিরুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে আছেন। তবে রনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে গোলাগুলিও হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।
দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে এসেছেন; যার পিঠে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানান তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ওসি রাহেদুল ইসলাম।
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
গাজীপুরের জয়দেবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মহানগরের জয়দেবপুর রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের ওসি রাহেদুল ইসলাম।
আহত সফিকুল ইসলাম টিটুকে (৪০) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ মনিরুল ইসলাম সাগরকে ঢাকায় নেয়া হয়েছে। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরের সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভের সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনির অনুসারী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের পক্ষের লোকজনের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় মনিরুল ইসলামের পায়ে গুলি লাগে। সংঘর্ষের এক পর্যায়ে সৌরভের পক্ষের কয়েকজন দেশি অস্ত্র দিয়ে সাগরের পক্ষের সফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এছাড়া গুলিবিদ্ধ মনিরুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে আছেন। তবে রনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে গোলাগুলিও হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।
দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে এসেছেন; যার পিঠে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানান তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ওসি রাহেদুল ইসলাম।