শাবি থেকে অস্ত্র ও নেশার সরঞ্জাম উদ্দার

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
প্রতিনিধি, সিলেট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের কয়েকটি কক্ষ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এবং নেশা-সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত তিন দিন কক্ষগুলো পরিস্কার করতে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্রগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ হলের প্রভোস্ট মো. ইফতেখার আহমেদ।

তিনি জানান- মঙ্গল থেকে বৃহস্পতিবার (৮, ৯ ও ১০ অক্টোবর)- এই তিন দিন শাহপরাণ হলের কক্ষগুলো পরিস্কার করা হয়। পরিস্কারকালে ৮টি কক্ষ থেকে ১ বস্তা জিআই পাইপ, ১টি চাইনিজ কুড়াল, ১টি রাম দা, ৩টি চাকু, কয়েকটি রডের টুকরো, কয়েকটি মদের বোতল, নেশা সরঞ্জাম ও কয়েকটি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।

অস্ত্রগুলোর বিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি