image

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান আটক

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিনা সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সহযোগী, কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আযীম নোমান।

তিনি জানান, সেনাবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে। পরে থানায় হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেয়। সেনাবাহিনীর কাছ থেকে তাকে বুঝে নিয়েছে থানা পুলিশ।

ওসি বলেন, কাউন্সিলর এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত থানায় দায়ের করা একাধিক মামলায় এজাহারনামীয় আসামী তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও যোগান দিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি