ময়মনসিংহে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র (৫৫) শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার সাগর মিয়া (২০) একই এলাকার বাবুল মিয়ার ছেলে। এই তরুণ ‘মাদকাসক্ত’ ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্র বলেন, সকালে সাগরসহ তিনজন তার চাচাকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর তার চাচার হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাত কবজি পর্যন্ত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান স্বপন। পরে সাগর ঘাড়ে, পিঠে, মাথায় কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সফিকুল বলেন, “হত্যাকাণ্ড ঘটিয়ে সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
শনিবার, ১২ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র (৫৫) শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার সাগর মিয়া (২০) একই এলাকার বাবুল মিয়ার ছেলে। এই তরুণ ‘মাদকাসক্ত’ ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্র বলেন, সকালে সাগরসহ তিনজন তার চাচাকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর তার চাচার হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাত কবজি পর্যন্ত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান স্বপন। পরে সাগর ঘাড়ে, পিঠে, মাথায় কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সফিকুল বলেন, “হত্যাকাণ্ড ঘটিয়ে সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।