রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আহত কফিল উদ্দিনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন তিনি।
আহত কফিল উদ্দিন (৬৫) উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের পূর্ব চন্দিপুর গ্রামের মৃত তোফাজ্বল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত সোমবার দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় অভিমুখে যাচ্ছিল। এ সময় পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন কফিল উদ্দিন। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক