image

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই, মামলা দায়ের

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের কাজীর দেউড়ি আলমাস মোড়ে ছিনতাইকারীদের হামলায় মর্তুজা চৌধুরী (৪৩) নামে এক ব্যবসায়ী ২ লাখ ৬১ হাজার টাকা খোয়ালেন। গত শনিবার রাতে বাসায় ফেরার পথে সাত-আটজনের একটি দল তাঁর রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা চারটি ব্যাংক কার্ড ও তিনটি চেকও নিয়ে যায় ছিনতাইকারীরা।

মর্তুজা জানান, ঘটনার পর তিনি নিকটস্থ সেনা ক্যাম্পে জানালে তাঁকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়। সোমবার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি থানার ওসি মো. ফজলুল কাদের জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি